নদী ভাঙনে রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৯:৫১ এএম

মাদারীপুরে কুমার নদের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন কামাল হোসেন, শহীদ বেপারী, হাবিব মাতুব্বর, ফারুক হোসেনসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, পানি দ্রুত হারে কমতে থাকায় চরমগুগরিয়া নতুন ব্রীজ থেকে কুমার নদের পূর্ব গাছবাড়িয়ার নদটির মোড় পর্যন্ত নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করছে। হুমকির ভেতরে রয়েছে গ্রামের প্রধান সড়কটিও। দ্রুত নদী শাসন বাঁধ নির্মাণ না করা হলে সড়ক যোগাযোগ বন্ধর পাশাপাশি অনেক বাড়িঘরও নদী ভাঙনে হারিয়ে যাবে। 

তাই দ্রুত এই এলাকার ভাঙন রোধ করার জন্য বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh