ক্ষমা না চাইলে নুরকে বর্জন করবে গণমাধ্যম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১১:৩৬ পিএম

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ৭১ টেলিভিশনসহ কিছু মিডিয়াকে বর্জনের ডাকে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে এডিটরস গিল্ড। এমনকি গণমাধ্যমের বিরুদ্ধে নেয়া এই অবস্থানের জন্য ক্ষমা না চাইলে তাকে বর্জন করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৪ অক্টোবর) এডিটরস গিল্ড, বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানায় সংগঠনটির সদস্যরা।

বিবৃতিতে গিল্ড সদস্যরা বলেন, ‘৭১ টেলিভিশনের পক্ষ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ষণের বিষয়ে টকশোতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি অংশ নিতে অস্বীকৃতি জানান। আমরা বিশ্বাস করি সেই অধিকার তার রয়েছে। কিন্তু সেই টেলিভিশনসহ আরো কিছু মিডিয়াকে বর্জন করার জন্য সামাজিক মাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এতে আরো বলা হয়, ‘একাত্তর টিভির যে সাংবাদিক তাকে টকশোতে আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেছিলেন তার ফোন নম্বর ফেসবুকে ছড়িয়ে দিয়ে নুর গর্হিত অপরাধ করেছে। প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র এখন সেই নম্বরে ক্রমাগত কল করে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুরের এই তৎপরতা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। তিনি কী ভুলে গেছেন আজ তার পরিচিতি তার পেছনে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘নুরকে গণমাধ্যমের বিরুদ্ধে নেয়া এই অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে। নয়তো তিনি যেমন কিছু গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছেন তেমনি গণমাধ্যমও তাকে বর্জন করতে পারে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh