সৌরকলঙ্ক

জ্যোতির্ময় নন্দী

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৭:৩৭ পিএম

সূর্যেও কলঙ্ক আছে জেনে অত অবাক হচ্ছো কেন
ঢলঢলে কমনীয় বলে শুধু চাঁদেই কলঙ্ক থাকবে
প্রখর খরখরে সূর্যে থাকতে পারবে না
এমন কোনো শর্ত আছে নাকি
আসলে সূর্য তার কলঙ্ক কালিমা লুকিয়ে রাখে
অনেক আলোর আড়ালে
বরণীয় পূষণ পুষে রাখেন
অনেক কালো বিবর
বুকের মধ্যে
চাঁদের কলঙ্ক নিয়ে তুমি কবিতা লেখো
অথচ সৌরকলঙ্কের দিকে তাকাতে গেলেই
তোমার দু চোখ গলে যাবে
তুমি অন্ধ হয়ে যাবে
তবুও সৌরকলঙ্ক ছিলো বলেই
তুমি পেয়েছো ছায়া,
ছায়ার ভেতর থেকে জন্ম নেয়া
প্রেম
এবং
মৃত্যু
যম-যমুনার আদি যমজ জন্মকথা
সকাল ১১:৩০
০৭.০৮.২০২০
ঢাকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh