মুশফিকের সেঞ্চুরির পরেও জিতলো তামিম একাদশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১১:৫১ পিএম

১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মুশফিকুর রহিম। নিজেদের দ্বিতীয় ম্যাচে নাজমুল একাদশকে ৪২ রানে হারিয়েছে তামিম একাদশ।

তামিম একাদশের দেয়া ২২২ রানের লক্ষ্য তাড়ায় নেমে নাজমুল একাদশও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ৩০ রানে শুরুর তিন ব্যাটসম্যানকে হারিয়ে পড়ে যায় চাপে। নাজমুল একাদশের টপ অর্ডার ও মিডল অর্ডার আসা যাওয়ার মিছিলে থাকলেও মুশফিক এক প্রান্ত আগলে রাখেন।

ষষ্ঠ উইকেটে ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন। ইরফান ২৪ রানে রান আউট হওয়ার পর দ্রুত ফিরে যান নাঈম (০)। এরপর রিশাদকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৩৯ রান যোগ করেন। কিন্তু মোস্তাফিজের বলে রিভার্স সুইভ খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। আউট হওয়ার আগে খেলেন ১০৩ রানের ইনিংস। ১০৩ বলে ৯ চার ও ১ ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান মুশফিক।

মুশফিকের আউটের পর বেশিক্ষণ আর টিকতে পারেনি নাজমুল একাদশ। ৮ বলের ব্যবধানে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান তাসকিন (৬)। ফলে ৪৫.৪ ওভারে ১৭৯ রান তুলতে সক্ষম হয় নাজমুলের দল।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা তামিম একাদশ টানা দ্বিতীয় ম্যাচে পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। জুনিয়র তামিমের (৮) ব্যর্থতার পর ৫২ বলে ৩১ রান করা শাহাদাত লেগ স্টাম্পের বাইরের একটি বল সুইপ করতে গিয়ে ক্যাচ দেন।  প্রথম বল থেকেই অস্বস্তিতে ভোগা আকবর ৫ বল খেলে তিনবার বোলারদের সুযোগ দিয়ে শেষ পর্যন্ত সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ২ রান করে। ১২৮ রানে অষ্টম উইকেটের পতনের পর নবম উইকেটে ৯৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান ও তাইজুল ইসলাম। ৫৭ বলে ৯ চার ও ৩ ছয়ে মেহেদী করেছেন ৮২ রান। তাইজুল ৪৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।


সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৯ (তামিম ৩৩, তানজিদ ৮, বিজয় ১২, মিঠুন ৪, শাহাদাত ৩১, মোসাদ্দেক ১২, আকবর ২, সাইফুদ্দিন ৩, মেহেদী ৮২, তাইজুল ২১*, শরিফুল ১* ; তাসকিন ১/৪১ , আল-আমিন ৩/৪৩, মুকিদুল ০/৪৪, নাঈম ২/২৮, সৌম্য ০/৪২, রিশাদ ২/২১)।

নাজমুল একাদশ: ৪৫.৪ ওভারে ১৭৯ (মুশফিক ১০৩, ইরফান শুক্কুর ২৪, আফিফ হোসেন ১৫, সৌম্য ৯, সাইফ ৭, তাসকিন ৬, তৌহিদ ৪, নাজমুল ১, মুকিদুল ১*; মোস্তাফিজ ৩/১৫, শরিফুল ৪/৩৭, সাইফউদ্দিন ২/৪১)। ফল: ৪২ রানে জয়ী তামিম একাদশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh