ইউটিউব চ্যানেল ও আইপি টিভিতে খবর পরিবেশন নিষেধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ১১:৪০ এএম

দেশের ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো শুধু বিনোদন চ্যানেল হিসেবে কাজ করতে পারবে, কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘আইপি টিভিগুলো অন্য সবকিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত।’

‘আমরা ইউটিউব চ্যানেল বা আইপি টিভি যেগুলো আছে সেগুলোকেও নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর সেগুলোর নিবন্ধনের কাজ শুরু করব,’ বলেন ড. হাছান।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ আয়োজিত এক সংলাপে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। আইপি টিভিগুলোও সংবাদ পরিবেশনের কাজটি আপাতত করতে পারবে না।’

অনলাইন পোর্টালের নিবন্ধনের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। এরইমধ্যে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো সহসাই দেওয়া হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে কারণ তদন্ত সংস্থা রিপোর্ট দেওয়ার পরই আমরা (নিবন্ধন) দিতে পারছি। তবে এ বছরের মধ্যে বেশির ভাগ নিবন্ধন শেষ করতে পারব।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh