‘করোনায় মৃত্যু ঝুঁকি কমাতে পারে না রেমডেসিভির’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০১:১৪ পিএম

করোনায় আক্রান্তদের রোগীদের মৃত্যু ঝুঁকি কমাতে পারে না গিলিয়াড সায়েন্সের তৈরি ওষুধ রেমডেসিভির বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রেমডেসিভির নিয়ে ট্রায়ালের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ট্রায়ালে ৩০ টি দেশের ১১ হাজার ২২৬ জন প্রাপ্ত বয়স্ক করোনা রোগীর উপর রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন  এবং এইচআইভি প্রতিরোধের ওষুধ প্রয়োগ করা হয়। ট্রায়ালে দেখা যায়, রেমডেসিভির ওষুধটি ব্যবহারের পর রোগীদের মৃত্যু ঝুঁকি কমেনি।

এর আগে এক হাজার ৬৩ জন মানুষের উপর গবেষণা চালায় গিলিয়াড। গবেষণায় দেখা যায় রেমডেসিভির গ্রহণকারীর গড়ে ১১ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রায়াল নিয়ে গিলিয়াড বলছে এই তথ্য অসঙ্গত। নিয়ন্ত্রিত ফলগুলো পিআর রিভিউয়ের মাধ্যমে জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে এবং সেগুলোই রেমডিসিভিরের কার্যকারিতাকে  সমর্থন করে।  

উল্লেখ্য, এরই মধ্যে বিশ্বের অনেক দেশে করোনা চিকিৎসার জন্য রেমডিসিভির ওষুধ অনুমোদন পেয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh