স্বাস্থ্যবিধি ‘ভেঙে’ ইতালিতে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৮:০৩ পিএম

করোনা নিয়ে ইতালি ফিরে বিতর্কের জন্ম দিলেন সিআর সেভেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগ এনেছে দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। তার দাবি করোনা প্রোটোকল ভেঙেছেন সিআর সেভেন। 

ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা বলেন, রোনালদোর তুরিনে ফেরার বিষয়ে আমাকে জানানো হয়নি। করোনা স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। তারকা ফুটবলার হলেও নিয়ম লঙ্ঘন অমার্জনীয় অপরাধ।

তবে নিয়ম মেনেই পর্তুগিজ সুপারস্টারকে ফেরানো হয়েছে বলে দাবি করেছে জুভেন্টাস। অন্যদিকে, ইতালির ক্রীড়ামন্ত্রীর কাছে স্বাস্থ্যবিধি সম্পর্কে পরিষ্কার ধারণা চাইছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।

বর্তমানে রোনালদো তুরিনে নিজ বাসায় আইসোলশেন আছেন। এদিকে, কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঘরোয়া লিগসহ চ্যাম্পিয়নস লিগের ডিনেমো কিয়েভের বিপক্ষে ম্যাচ মিস করবেন রোনালদো। তবে ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন সিআর সেভেন।

করোনার বৈরি প্রভাব পড়েছে বিশ্বের সব স্পোর্টস ইভেন্টে। এরইমধ্যে ডি মারিয়া-ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলাররা করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠলেও শঙ্কা কাটেনি ফুটবলার ও কোচিং স্টাফদের। এমন অবস্থায় মাঠের চাইতে করোনা বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত ক্লাবগুলো। অন্যদিকে, ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারও বায়ো-বাবলে খেলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh