গত সপ্তাহের কারাবন্দি আজ কিরগিজস্তানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ১১:০৫ পিএম

গত সপ্তাহ পর্যন্ত অপহরণের দায়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করতে থাকা জাতীয়তাবাদী নেতা সাদির জাপারোভ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের দাবি, শুক্রবার তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির পার্লামেন্ট। আগামী বছর নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। একই সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন তিনি। 

বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবি জিনবেকভ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর একদিন পর দেশটির নতুন প্রেসেডিন্ট হিসেবে সাদির জাপারভের নাম ঘোষণা করা হয়েছে।

২০১৩ সালে জাপারভের বিরুদ্ধে এক সরকারি কর্মকর্তাকে অপহরণের অভিযোগ আনা হয়। ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের কথা তিনি অস্বীকার করে আসছিলেন। তার দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh