খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১২:০৯ পিএম

খাগড়াছড়ির মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকা থেকে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের টোল কালেক্টর (চাঁদা সংগ্রহকারী) কংজ মারমাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এ সময় তার কাছে থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং নিয়মিত চাঁদা আদায়ের স্টক রেজিস্ট্রার উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানায় , মানিকছড়ি- রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালায়নিরাপত্তা বাহিনী। এসময় রামগড়ের সিন্দুপাড়ায় ইউপিডিএফ কর্মী কংজ মারমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। 

রামগড় থানার ওসি মো.শামসুজ্জামান জানান, আটককৃত ব্যক্তি ও অস্ত্রসহ সকল সরঞ্জামাদি রামগড় থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ইউপিডিএফসদস্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh