বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৩:০২ পিএম

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ১শ বেশি মানুষের। 

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯২৮ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাণহানি ছাড়ালো ২ লাখ ২৩ হাজার। নতুন ৭১ হাজারের বেশি রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৮২ লাখের বেশি।

ভারতে একদিনে প্রাণহানি হয়েছে প্রায় ৯শ জনের। এ নিয়ে দেশটির প্রাণহানি ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে ৬৫ হাজারের বেশি মানুষের দেহে। শুক্রবার ব্রাজিলে প্রাণ গেছে ৭১৬ জনের। নতুন শনাক্ত ৩০ হাজার।

এদিকে, ইউরোপের দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এ পর্যন্ত ১১ লাখ ৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখের বেশি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh