করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১২০৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৩:৪৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৪৬ জনে।

এসময়ে নতুন করে আরো এক হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট তিন লাখ ৮৭ হাজার ২৯৫ জনের।

এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ২ হাজার ২৯৮ জন। 

আজ শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১১ হাজার ১২টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৫৭৩টি পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৫১ হাজার ৭০২টি। 

এতে জানানো হয়, মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও পাঁচজন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন, বরিশালে দুইজন ও রংপুরে দুইজন রয়েছেন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন‌্য থেকে ১০ বছরের মধ‌্যে একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬০ বছরের ওপরে ১৫ জন রয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh