ফেসবুকে খাবারের ছবি দেয়া বন্ধ করুন

মোহাম্মদ ফজলুল আলম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৪৮ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৫৭ এএম

খাবারের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। পরিবারের সবাই মিলে খাওয়ার ছবি, খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ড্রিংকসের ছবি সবই আজকাল শেয়ার হয়! আর বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়ার ছবি যদি পোস্ট করা না হয়, তাহলে তো মনে হয় খাওয়াদাওয়াই বৃথা। অথচ একবারও ভাবি না, আমরা রেস্টুরেন্টে বা বুফে বসে যে খাবারের ছবি পোস্ট করছি, সেটা এমন কারো সামনে যেতে পারে যে কোনোভাবেই এ ধরনের খাবারের ব্যবস্থা করতে সক্ষম নয়। প্রযুক্তির অগ্রগতির কারণে সমাজের একদম রুট লেভেল থেকে এলিট লেভেল পর্যন্ত প্রায় সব শ্রেণির মানুষই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয়। শিশুরাও আজকাল মোবাইলফোন ইন্টারনেট ছাড়া কিছু বোঝে না। তাই এমন শিশুর সামনেও পোস্টটি যেতে পারে, যার বাবার সামর্থ্য নেই তাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে একবেলা খাওয়ানোর। উদ্ভূত পরিস্থিতিতে এ মানুষগুলোর মানসিক অবস্থাটা একবার চিন্তা করুন! সামান্য একটা ফেসবুক পোস্ট কতগুলো মানুষের হূদয় ভাঙার কারণ হতে পারে, কত মানুষের কষ্টের কারণ হতে পারে! কবি বলেছেন, ‘নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে।’ আসুন, নিজের খাবার বিলিয়ে দিতে না পারলেও, আমার খাবার যেন অন্তত কারো কষ্টের কারণ না হয়, সে ব্যাপারে সচেতন হই।



 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh