পানির দাবিতে শেওড়াপাড়ায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১১:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়াসার পানির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ অধিবাসীরা।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে পূর্ব শেওড়াপাড়ার অধিবাসীরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা মিরপুর থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী নগরবাসী।

সড়কের দুই পাশে ঘণ্টাখানেক সড়কে অবস্থান করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা কলসসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন। তাদের ব্যানারে লেখা ছিল ‘পানি নাই, পানি চাই’। 

বিক্ষোভকারীরা বলেন, তারা পূর্ব শেওড়াপাড়ায় থাকেন। অনেক দিন ধরে তারা পানির সমস্যায় আছেন। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পানি সমস্যার কোনো সমাধান হয়নি।

বিক্ষোভে অংশ নেয়া আহমেদ জিয়া নামের এক ব্যক্তি বলেন, আমরা দীর্ঘদিন ধরে পানির কষ্টে আছি। সমাধান না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। পানির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে সেটি ঢাকা ওয়াসার মডস–১০ জোনের মধ্যে পড়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh