ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০২:৫০ পিএম

 মুত্তাকিন আহমদ রায়হান

মুত্তাকিন আহমদ রায়হান

ব্রাজিলের সাও পাওলো শহরে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রায়হান মৌলভীবাজারের বড়লেখা ‍উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে। 

ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, রায়হান ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করতো। শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ শুনেছি সে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে। আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি, দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌড়ে পালাচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে শুনেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh