বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের দিন-তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৬:২০ পিএম

বাংলাদেশ ও নেপালের মধ্যেকার অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচের তারিখ ঘোষিত হয়েছে। আগামী ১৩ ও ১৭ নভেম্বর প্রায় দুই বছর বাদে  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আবার নেপালের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।

সর্বশেষ ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ-নেপাল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। 

এই ম্যাচ দিয়েই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। দেশের ফুটবলের এই হোম ভেন্যুতে সর্বশেষ গত মার্চের মাঝামাঝি সময়ে পেশাদার লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনার কারণে সব খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ দুইটি  ১১ থেকে ১৯ নভেম্বর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এবার দুই পক্ষের আলোচনায় দিন-তারিখ ঠিক হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপক্ষে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। নেপালের বিপক্ষে এই ম্যাচ উপলক্ষে ২৩ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ উপলক্ষে কোচ জেমি ডে যে ৩৬ জনকে ডেকেছিলেন, তাদেরকে এই ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। তবে ঢাকাতেই আবাসিক ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh