মহালছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৬:৪৯ পিএম

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে মহালছড়ির মনাটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের কাজল চাকমার মেয়ে রানজুনি চাকমা (৬) ও মৃত সুরেশ চাকমার মেয়ে বৃষ্টি চাকমা।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানি ধরে রেখে মহালছড়ির মনাটেক বিলে মৎস্য চাষ করতে কৃত্রিম হ্রদ বানানো হয়। হ্রদের পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় নিহত দুই শিশু। তাদের খেলার সাথী তুলনা চাকমা স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা হ্রদের পানি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহাঙ্গীর জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh