দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:০১ পিএম

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা ও অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার ও সলিসিটর রুনা নাহিদ আকতার রবিবার (১৮ অক্টোবর) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সলিসিটর কার্যালয় নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মুরাদ রেজা এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকিরের দেওয়া পদত্যাগপত্র দুটি গ্রহণ করেছেন।

এর আগে গত ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে অ্যাডভোকেট মুরাদ রেজা ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্র দেন।

গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য হয়। গত ৮ অক্টোবর নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের তিন দিনের মাথায় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ পত্র জমা দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh