ময়লার বালতিতে দেড় বছরের শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় হাজারীবাগ পার্কের উত্তর পাশে ফেলে রাখা ময়লার একটি বালতি থেকে পুলিশ এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লাশটির খোঁজ পাওয়া যায়।

শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। পরনে ছিল লাল হাফপ্যান্ট ও নীল গেঞ্জি। শিশুটির মাথা উল্টো করে শরীর বালতিতে ঢোকানো ছিল। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দেড় বছর বয়সের শিশুটিকে হত্যার পর কেউ পার্কের কোনায় ফেলে গেছে। শিশুটি একেবারে জীর্ণশীর্ণ। কে ফেলে গেল, কেনইবা ফেলে গেল, বোঝা যাচ্ছে না।

তিনি বলেন, ময়লার বালতিতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। বর্তমানে হাজারীবাগ থানায় শিশুটির মরদেহের সুরতহাল চলছে। এ বিষয়ে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। সকাল থেকে থানায় শিশুটিকে শনাক্ত করতে অনেকেই এসেছেন। 

পুলিশ মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বাইরে থেকে হত্যা করেও কেউ শিশুটিকে ফেলে রেখে যেতে পারে বলে মনে করছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh