শরণখোলা উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের শান্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৮:১৩ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত নৌকা প্রতীকে ৫৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির মো. শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৬৭ ভোট ও বিএনপি মনোনীত মতিয়ার রহমান খান ধানের শীষ প্রতীকে ৬৭৩ ভোট পেয়েছেন।

শরণখোলা উপজেলা মিলনায়তনে নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ এই ফলাফল জানান। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেরা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার ছিল। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭ হাজার ৬২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। দীর্ঘ ১০ মাস পরে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh