ভারতে পাচার ৩ তরুণ-তরুণীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:৫২ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২০, ১০:৪৩ পিএম

অবৈধ পথে ভারতে পাচার হওয়া এক তরুণ ও দুই তরুণীকে ২ বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

তারা হলেন, যশোরের বাসিন্দা আল-আমিন বিশ্বাস (২২), নড়াইল জেলার জুতি রায় (১৯) ও মুন্সিগঞ্জ জেলার শিউলি আক্তার (২১)।

বিজিবি আইসিপি সুবেদার আরশাফ আলী জানান, ফেরত আসারা দালালের খপ্পরে পড়ে ২০১৮ সালের ২১ নভেম্বর অবৈধ পথে ভারতে পাড়ি জমায়।

পরে ভারতের পুলিশ সদস্যরা তাদের আটক করে এসএমএম হোম হাওড়াতে রাখে। সেখান থেকে আজ বিকালে বিএসএফ সদস্যরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

হস্তান্তরের পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh