হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে, ভর্তি ৩০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৩:৪১ পিএম

দিন দিন হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া ১২ জনের মধ্যে ঢাকায় রয়েছেন নয়জন। বাকি তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চিকিৎসাধীন ৩০ রোগীর মধ্যে ২৫ জন ঢাকা বিভাগে ও বাকিরা অন্য বিভাগে ভর্তি রয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৩৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় ও সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh