নাটোরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০১:৫২ পিএম

শিশুটির স্বজনদের আহাজারি। ছবি: নাটোর প্রতিনিধি

শিশুটির স্বজনদের আহাজারি। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় আরিফুল ইসলাম নামের (১০) এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

আজ সোমবার (২ নভেম্বর) সাড়ে ১০টা দিকে নাটোর সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

শিশুটি সদর উপজেলার চর-তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, বাঁশি বাজানোর সময় আরিফুলের গলায় বাঁশি ঢুকে আটকে যায়। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ওয়ার্ডে গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এতে আরিফের মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসকের ভুল সিদ্ধান্ত, অপারেশন থিয়াটারে না নেয়া ও চিকিৎসকের অবহেলার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আরএমও মঞ্জুরুল আলম বিষয়টি স্বীকার ও দুঃখ প্রকাশ করে জানান, শিশুটির গলা অনেকক্ষণ ধরে ব্লক হয়ে থাকায় সে শ্বাসকষ্টে আক্রান্ত ছিল, কর্তব্যরত চিকিৎসক মানবিক কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh