নিষেধাজ্ঞা শেষ, রাত ১২টার পর ইলিশ ধরা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৮:১৮ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

বুধবার (৪ নভেম্বর) রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা। প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে গেলো ১৪ অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত দেয়া ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়েছিলো সরকার।

ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। নির্দিষ্ট এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা কার্যকর ও এই সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছিলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh