ভোলায় জেলেদের হামলায় মৎস কর্মকর্তাসহ আহত ৫

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০২:২৬ পিএম

ছবি: ইউএনবি

ছবি: ইউএনবি

ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ভোলার ইলিশা বঙ্গের চর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার রাত ২টার দিকে ভোলা প্রশাসনের একটি দল পুলিশসহ একটি স্পিডবোট ও দুইটি ট্রলারে করে মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় অভিযানে যায়। এ সময় মাছ ধরা একটি ট্রলারকে ধাওয়া করলে ওই ট্রলারে থাকা ১৩/১৪ জন জেলে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

জেলেদের এ হামলায় ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. আবু আবদুল্লাহ খান ও পুলিশ কনস্টেবল রাসেলসহ পাঁচজন আহত হয়। এদের মধ্যে মৎস্য কর্মকর্তার অবস্থা গুরুতর।

এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে আজ বুধবার (৪ নভেম্বর) সকালে ভোলার ইলিশা মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক এবং এক হাজার মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh