বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১, উত্তরবঙ্গের সাথে রেল চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৯:৪৩ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২০, ০৯:৪৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক নারী (৩০) নিহত ও আরো পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার হাইটেক পার্কের পাশে সোনাখালী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।   

এ ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে কিছু দুর গিয়ে ট্রেনটি থেমে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা অজ্ঞাত পরিচয় এক নারী শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা সবাই বাসের যাত্রী। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh