সব চাহিদা মিটিয়ে এখন প্রতিদান চান কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৭:৫৭ পিএম

চতুর্থবারের মতো নির্বাচিত বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন দাবি করে বলেছেন, ফুটবলারদের সব চাহিদা পূরণ করা হয়েছে। এখন ফুটবলারদের উচিত প্রতিদান দেওয়া। 

তিনি দাবি করে বলেন, বিদেশি কোচ, কোচিং স্টাফ, দেশের বাইরে অনুশীলনের সুযোগ, প্রীতি ম্যাচ খেলার সুযোগ- ইত্যাদি সুবিধা দিয়েছি। এখন তাদের প্রতিদান দিতে হবে।

ফুটবলারদের উদ্দেশ্যে কড়া ভাষায় কাজী সালাউদ্দিন বলেছেন, 'বিদেশি কোচ থেকে সবকিছু তাদের দেওয়া হয়েছে। এখন আমি মনে করি সময় এসেছে বলার। ফুটবলাদের অবশ্যই খেলতে হবে। আপনাদের প্রশ্ন করতে হবে। আজ বোকা বনে গেছি একটা জিনিস দেখে। আমরা যখন জাতীয় দলে খেলেছি… ১০-১২ বছর। ওরা যে জার্সি গায়ে অনুশীলন করছে সেটা পরেও আমি খেলিনি। আজ দুপুরে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোচ ফোন করে জানিয়েছে তাদের চাহিদা। লিগের বিষয়ে আলোচনা চলছে। তোমরা যা চাচ্ছ তা দেব। এখন তোমাদেরও দিতে হবে।'

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে কাজী সালউদ্দিন বলেন, 'আমাদের একটা জার্সি দিত। বিকেলে খেলে রাতে ধুতে হতো, পরের দিন ওটা পরে খেলতাম। মাঠে বল থাকতো দুটো। একটা বল দিয়ে আমরা ৩০ জন অনুশীলন করতাম। আরেকটা দিয়ে অনুশীলন ম্যাচ খেলতাম। আজকে হাজার হাজার বল মাঠে। তারা ভাতাও পাচ্ছে। আমি জেতার জন্য খেলতে এসেছি। সময় দিয়েছি জেতার জন্য। খেলোয়াড়দের খেলতে হবে। আপনারা (গণমাধ্যমকর্মী) ওদের ধরবেন। আমাদের ভুল থাকলে তা আঙুল দিয়ে ধরিয়ে দেবেন। আমরা কাজ করি তাদের জন্য। তাহলে ওদেরকেও দিতে হবে।'

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh