খুলনায় মাস্ক না পরায় ১৬ জনকে জরিমানা

খুলনা অফিস

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৬:৩১ পিএম

খুলনায় মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর নগরীর ডাক বাংলা, শিববাড়ি মোড়, নিউমার্কেট, ফুলবাড়ি গেট ও শিরোমনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে আটক করা হয়।

এছাড়া ১৬ জন ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়ে ছাড়া পেয়েছেন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও মো. তাহমিদুল ইসলাম।


খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh