বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১২:০২ পিএম

বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের বাংলাবাজার স্টিল ব্রিজের উপর এ মৃত্যুর ঘটনা ঘটে।

মহিদ সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।

মহিদের প্রতিবেশী আলী বলেন, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলাবাজার স্টিল ব্রিজের উপর এলে একঝাঁক মৌমাছি মহিদকে আক্রমণ করে। তিনি মৌমাছির কামড়ে মোটরসাইকেল থেকে পরে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মিরাজুল করিম বলেন, মহিদ হাজী নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh