করোনায় সশস্ত্র বাহিনীর ১৯৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৬:০৩ পিএম

মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে এই পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৯৯ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০২ জন।

শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ২২৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ৪৭৫ জন দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্র বাহিনীতে কর্মরত সামরিক সদস্য ২০ জন, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ১৭৯ জন সদস্যসহ সর্বমোট ১৯৯ জন সিএমএইচে মৃত্যুবরণ করেছে।

আইএসপিআর জানিয়েছে, গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৯ জন। এছাড়া, গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত একজন কর্মরত সামরিক সদস্য ও ৬০ বছর ঊর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট দুজন সিএমএইচে মৃত্যুবরণ করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh