করোনায় আক্রান্ত হেড কোচ জেমি ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১১:০৬ এএম

জেমি ডে

জেমি ডে

নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। 

তার আগেই দুঃসংবাদ এল বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে। করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে।যে কারণে আজ রবিবার (১৫ নভেম্বর) সকালের অনুশীলনও বাতিল করা হয়েছে।

নেপালের বিপক্ষে ম্যাচের পর দিনই দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মাঝে সেখানে শুধু ডেই পজিটিভ হয়েছেন। আপাতত তিনি আইসোলেশনে অবস্থাতেই আছেন।

এ বিষয়ে জেমি ডে বলেছেন, ফল পজিটিভ এসেছে। সাথে একটু ঠাণ্ডাও লেগে আছে। আবার পরীক্ষা করতে হবে। এছাড়া আমি ভালো আছি।

করোনার প্রাদুর্ভাবের পর তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন গত মার্চে। সাত মাস পর তিনি ফিরে এসেছিলেন নেপালের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে। 

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। এছাড়া ও বলছিল শরীরটা একটু খারাপ লাগছে। এখন ডে সবার থেকে আলাদাই থাকছে। আমরা আবারও ওর করোনা পরীক্ষা করবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh