খাগড়াছড়িতে ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১১:২৩ এএম

ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা সড়ক অবরোধ করে সাজেকগামী পর্যটকবাহী ১০ গাড়ি ভাঙচুর করেছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দীঘিনালা লারমা স্কোয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দীঘিনালা সরকারি কলেজ মোড় থেকে পুলিশ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে। তারা হলেন- অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্ত।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা তিনজনকে আটক করেছি। আমরা অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।


পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, দীঘিনালা ছাত্রলীগের পদবঞ্চিতদের অভিযোগ- জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ টাকার বিনিময়ে ছাত্রলীগের গঠনতন্ত্র ভঙ্গ করে প্রেস কমিটি ঘোষণা করেছে। এতে করে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সম্মেলন বা কাউন্সিল ছাড়াই দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণা দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh