দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১০:৩৮ এএম

দক্ষিণ আফ্রিকায় মো. মিজানুর রহমান (২৪) নামে বাংলাদেশি এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

গতকাল রবিবার (১৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার নামপুলার সালাওতে তাকে হত্যা করা হয়।

মিজানুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে।

মিজানুরের বড় ভাই মো. নাজিম উদ্দিন বলেন, আমার ছোট ভাই মিজান ২০১৫ সালের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় যায়। আমাদের প্রতিবেশী একজনের সাথে সেখানে সবজির বীজ ও রড-সিমেন্টের ব্যবসা করত সে। রবিবার দুপুরের দিকে কিছু অর্থ নিয়ে ব্যবসায়িক অংশীদারের বাসা থেকে নিজের বাসার দিকে যাচ্ছিল সে। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মিজান বাধা দিলে সন্ত্রাসীরা শ্বাসরোধে তাকে হত্যার পর অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রিদুয়ান উদ্দীন বলেন, গতকাল রাতে মিজানুরের হত্যার বিষয়টি স্বজনেরা জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, অর্থ ছিনতাইয়ে বাধা দেয়ার কারণেই সন্ত্রাসীরা মিজানকে শ্বাসরোধে হত্যা করেছে। তার পরিবারের লোকজন মিজানের লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh