চতুর্থ টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০১:৪৬ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২০, ০৮:৪২ এএম

প্রথমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে। এরপরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পরীক্ষা করলে ফল আসে নেগেটিভ।

তবে সর্বশেষ চতুর্থ পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ এসেছে।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো লক্ষণ নেই। 

তিনি বলেন, গত ১৪ নভেম্বর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) প্রথম টেস্টে মন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন ১৫ নভেম্বর রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল দু’জনেরই নেগেটিভ আসে। এর পরদিন ১৬ নভেম্বর রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh