ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ১২:১৩ পিএম

ভারতের উত্তরপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি হাইওয়ের উপর এক পাশে পার্ক করা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিতে সজোরে ধাক্কা মারে।

জানা গেছে, বিয়েবাড়ির আমন্ত্রিতদের নিয়ে ফিরছিল ওই গাড়িটি। ঘটনাস্থলেই জিপটির ১৪ যাত্রীর মৃত্যু হয়।

এদিকে,  প্রতাপগড়ে দুর্ঘটনার কারণ এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। কুয়াশায় কারণে নাকি জিপটির চালক ঘুমিয়ে পড়েছিলেন, সে কারণেই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে  পুলিশ। এছাড়া দুর্ঘটনার সময় জিপটির গতি কত ছিল, রাতের ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।

অন্যদিকে, মারাত্মক এই দুর্ঘটনার পর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সব ধরনের সহযোগিতা করারও নির্দেশ দেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh