অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ আটক ৭

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০১:১৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ সাত জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পাটেরপাড় গ্রামের মৃত শেখ আজিজের ছেলে আলমাস শেখ (৩৭), শেখ আফজাল (৩০), আলমাস শেখের স্ত্রী রেশমা বেগম (৩০), শেখ আফজালের স্ত্রী মিম বেগম (২২), ছেলে রবিউল ইসলাম (৬), আলমাস শেখের মেয়ে রিমা আক্তার (৪) ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের গাফফার খানের মেয়ে রোমানা আক্তার (২৪)।

শুক্রবার সকালে বিজিরি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh