নতুন পদ্ধতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট বাছাই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০১:২০ পিএম

করোনাভাইরাস বদলে দিয়েছে অনেক কিছু। ক্রিকেটেও এসেছে নানা পরিবর্তন। এবার নতুন করে আরেকটি বদল এলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। করোনার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আসর শেষ করার জন্য নতুন পদ্ধতিতে আগানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট বাছাই করার জন্য আগের মতো শুধু পয়েন্টের হিসাব নয় বরং পয়েন্টের শতকরা হার হিসাব করা হবে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।  এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

জানা যায়, আগের নিয়মে, টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের ছয়টি করে সিরিজ হওয়ার কথা। এরপর পয়েন্টের ভিত্তিতে ঠিক হওয়ার কথা দুই ফাইনালিস্ট। কিন্তু করোনার কারণে অনেক সিরিজই স্থগিত হয়ে যায়। ওই সিরিজগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে এর মধ্যে আগামী জুনে ফাইনাল আয়োজন করতে চায় আইসিসি। তাই নতুন নিয়মের ফাইনালিস্ট বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

বিবৃতি অনুযায়ী, নতুন নিয়মে ফাইনালের দৌড়ে থাকা শীর্ষ দলগুলোর সম্ভাবনায় খুব বেশি পরিবর্তন আনছে না আইসিসি। তবে সামনের সিরিজগুলোয় বড় ব্যবধানে জিতে পয়েন্টের হার বাড়াতে পারলে ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে।

এখন পর্যন্ত পয়েন্টের হার সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার। অসিদের পয়েন্ট ৮২.২২ শতাংশ। চার ম্যাচ খেলে ৭৫ শতাংশ হার নিয়ে দ্বিতীয়তে আছে ভারত। সমান ম্যাচ খেলে ইংলিশদের পয়েন্ট ৬০.৮৩। তালিকায় সবার নিচে বাংলাদেশের নাম। তিন টেস্ট খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh