জর্জিয়ায় জয় নিশ্চিত বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০১:৪৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই শেষ হলো ভোটের নিরীক্ষা। আর এই নিরীক্ষার পর জর্জিয়ায় জয় নিশ্চত করলেন জো বাইডেন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ভোটের নিরীক্ষার পর জো বাইডেনের ভোট সামান্য কমেছে। তিনি ১২ হাজার ২৮৪ ভোটে ট্রাম্পকে পরাজিত করেছেন।

কর্তৃপক্ষ বলছে, ভোট ঘিরে নিরীক্ষার পর এ অঙ্গরাজ্যে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, জর্জিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। ফলে সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষে বাইডেনের ঝুলিতে পড়ল ৩০৬টি ইলেকটোরাল ভোট।

এর আগে ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার পরই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ইলেকটোরাল কলেজ সদস্যরা ভোট দেওয়ার আগ পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে প্রতিবারের নির্বাচনে বিজয়ী ঘোষণার কাজটি মার্কিন গণমাধ্যমগুলোই করে থাকে।

বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে এরই মধ্যে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচনি শিবির।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh