ডিসেম্বরে চালু হচ্ছে আরিচা-নগরবাড়ী ফেরি সার্ভিস

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৫:১৩ পিএম

‘বঙ্গবন্ধু’ সেতুর ওপর চাপ কমাতে আগামী বিজয় দিবসের আগেই আরিচা-নগরবাড়ী ফেরি সার্ভিস চালু হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌ-পথে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে সরকার ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নদী বন্দর নির্মাণ সংক্রান্ত প্রকল্প গ্রহণ করে। যা আগামী ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করা হবে। প্রকল্পের মূল কাজের মধ্যে ভূমি উন্নয়ন, ড্রেজিং, পাকা জেটি, তীর রক্ষা বাঁধ, সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পন্টুন, কাঁটাতারে সীমানা প্রাচীর, যাত্রীছাউনি, পাকা সিঁড়ি, গুদাম, উন্মুক্ত স্থান, বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শন বাংলো, ডরমেটরি ও পাইলট হাউজ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সিংহভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বলেও সংশ্লিষ্ট বিভাগ দাবি করেছেন।

এদিকে, আগামী বিজয় দিবসের আগেই যাতে এ নৌরুট চালু করা সম্ভব হয়ে সে লক্ষ্যে ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি চেয়ারম্যান খাজা মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গত ১৭ নভেম্বর প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh