কক্সবাজারে লুট হওয়া টাকা উদ্ধার, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম

বিকাশের কক্সবাজার সদর, রামু ও মহেশখালী ডিস্ট্রিবিউটরের লুট করা ৬০ লাখ টাকার মধ্যে ৫৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, এন এফ এন্টার প্রাইজ কক্সবাজার সদর, রামু ও মহেশখালী উপজেলার বিকাশের ডিস্ট্রিবিউটর। যেখানে কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩২) নিজস্ব সিএনজি চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। গত বুধবার (১৮ নভেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একাউন্ট থেকে বিকাশের লেনদেনের ৮০ লাখ টাকা উত্তোলনের চেক জমা দেয়া হয়। চেক জমা দেয়ার পর পরই ২০ লাখ টাকা নিয়ে আসা হয় বিকাশের ফজল মাকের্টস্থ অফিসে। বিকাল পৌনে ৪ টার দিকে অপর ৬০ লাখ টাকা আনতে ব্যাংকে যায় সিএনজি চালক মোহাম্মদ ইসমাইল। কিন্তু ব্যাংক থেকে টাকা নেয়ার পর রহস্যজনকভাবে উধাও হয়ে যান এই সিএনজি চালক। এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এর মধ্যে চকরিয়ার খুটাখালী এলাকা থেকে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বিজিবি ক্যাম্প এলাকা থেকে ৫৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় জসীম উদ্দিন ও তার স্ত্রী সাজেদা বেগমকে।

তিনি জানান, এব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh