অর্ণবের সংগীতে সুস্মিতার কণ্ঠে নজরুল সংগীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৭:১৩ পিএম

নারী মুক্তির চিন্তা সমাজে তাদের সম্মান ও অবদান মাথায় রেখেই কাজী নজরুল ইসলামের জাগরণের গান ‘জাগো নারী জাগো বহ্নি শিখা’ নিয়ে আসছেন অর্ণব। সুস্মিতার কণ্ঠে এ নজরুল সংগীত শোনা যাবে।

এ ব্যাপারে অর্ণব বলেন, 'এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সংগীত আয়োজন করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।'

গানটির মিউজিক ভিডিওতে রয়েছে নাচের ব্যবহার। রিদয় শেখের নৃত্যে ফুটিয়ে তোলা হয়েছে নারী অধিকারের নানান মুহূর্ত।

সুস্মিতা আনিস বলেন, 'চারদিকে নারীদের ওপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ এই গান। নজরুলের গান উদবুদ্ধ করে, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।'

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ পায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh