জ্বরে আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৮:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাতে মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী সাম্প্রতিক দেশকালকে বলেন, অকালে মোস্তাফিজুরের চলে যাওয়াটা খুবই দুঃখজনক। তিনি আমাদের উর্দু বিভাগের ছাত্র ছিলেন এবং এফ রহমান হলে থাকতেন। আমি তার সহপাঠীদের কাছ থেকে জেনেছি, তিনি দীর্ঘদিন হার্টের জটিলতায় ভুগছিলেন এবং হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মোস্তাফিজুরের বন্ধু মো. জাহিদ জানান, গত মঙ্গলবার দুপুরে আমরা একসঙ্গে খেয়েছি, আড্ডা দিয়েছি। পরে তার জ্বর এলো, রাতে একটু বেশি হলে মামাতো ভাইয়েরা মাদারীপুর বাসায় নিয়ে যান। পরে মধ্যরাতে হাসপাতালে মোস্তাফিজুরের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh