যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে আহত ৮, বন্দুকধারী পলাতক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি শপিংমলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত আটজন আহত হয়েছে। 

এদিকে হামলাকারী গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। তবে পুলিশ তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। 

উইসকনসিনের ওয়াওয়াটোসার ‘মেফেয়ার মলে’ গতকাল শুক্রবার (২০ নভেম্বর) গুলির ওই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ওয়াওয়াটোসার পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বন্দুকধারী পালিয়ে গেছে। তাকে খোঁজে অভিযান চলছে। পুলিশ এ হামলাকারীকে ‘২০ থেকে ৩০ বছর বয়সের এক শ্বেতাঙ্গ’ হিসেবে শনাক্ত করেছে।

এফবিআই ও মিলওয়াউকি কাউন্টি শেরিফের দফতরের দেয়া টুইটার বার্তায় বলা হয়, তাদের কর্মকর্তারা উইসকনসিনের ওয়াওয়াটোসার মেফেয়ার শপিংমলের ঘটনাস্থলে রয়েছে ও তারা স্থানীয় পুলিশকে ‘সর্বাত্মক’ সহযোগিতা করছে।

ওয়াওয়াটোসা পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আহতদের মধ্যে সাতজন যুবক ও একজন কিশোর রয়েছে। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাদের আঘাত কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

তবে ওয়াওয়াটোসা মেয়র ডেনিস ম্যাকব্রিজ এবিসি নিউজকে বলেন, তাদের আঘাত তেমন গুরুতর না। এতে তাদের মৃত্যুর আশংকা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে হামলাকারীর বেপরোয়া গুলি বর্ষণের সময় ওই শপিংমলের অনেক কর্মীকে ভবনের অভ্যন্তরে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। -এএফপি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh