কানাডায় অর্থ পাচারকারীদের খুঁজছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৭:১৭ পিএম

কানাডায় কারা অর্থ পাচার করছেন তা তদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। 

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, কানাডায় অর্থ পাচার নিয়ে তারা অভিযোগ পেয়েছেন। এ নিয়ে তদন্ত করা হবে।

পিকে হালদারের অর্থ পাচার নিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের তথ্য বিনিময় চৃক্তি রয়েছে। সে অনুয়ায়ী তথ্য সংগ্রহের কাজ চলছে।

‘দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা’ নিয়ে আয়োজিত প্রতিযোগিতামূলক ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। প্রতিযোগতিার আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা। 

ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh