যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক ড্রাইভার নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

যশোরে ট্রেনের ধাক্কায় আকবার আলী (৩৫) নামে ট্রাকের এক ড্রাইভার নিহত হয়েছেন। এ সময় হেলপারও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক আকবার আলী  চাপাইনবাবগঞ্জের সিয়ালী গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। আহত হেলপার (২৮) অচেতন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জিআরপি যশোর ফাঁড়ির ইনচার্জ এস আই তরিকুল ইসলাম জানান, নওয়াপাড়া থেকে ছেড়ে আসা কয়লাবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ১৬৭৩৭৩) যশোরের মুড়লি মোড়ের রেললাইনের ওপর আসতে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এসময় ট্রাক সড়ক থেকে পাশের খাদে ছিটকে পড়ে। আর ট্রাকের চালক আকবার আলীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে।  আর আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ শোনা গেলে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

তিনি জানান, ট্রাক চালকের অসচেতনতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা জানান, ট্রেন আসার আগে রেলক্রসিংয়ের গেট না দেয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, আহত যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও দুটি পায়ে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh