সড়ক দুর্ঘটনা

ইয়ামিন খান ২ নং হাবেলী গোপালপুর, মুজিব সড়ক, ফরিদপুর

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৯:০১ এএম

সড়ক বা মহাসড়কগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো কেড়ে নেয় বহু তাজা প্রাণ। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গাজিপুর এলাকায় ধান কেটে বাড়ি ফেরার সময় ভোরে ভাঙাচোরা রাস্তায় ধানবোঝাই চলন্ত ট্রলি উলটে গিয়ে ৯ জন কৃষক প্রাণ হারান। আহত হয়েছেন আরো ছয়জন। তিন বা পাঁচ বছর পরপর সড়ক উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ির কারণে সড়ক ভেঙেচুরে যায়। এ কারণেই ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এমন দুর্ঘটনা কাম্য নয়। এই ধরনের সড়ক দুর্ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।



 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh