খুলনার সাথে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১০:১৯ এএম

 খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 

এরআগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

স্থানীয় চাচঁড়া পুলিশ ফাাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, যাত্রীবাহী ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাত ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। মুড়ালি রেলক্রসিং অতিক্রম করার সময় যশোরের নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। 

ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালক আকবর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকের সহকারী। তাঁর নাম জানা যায়নি। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান বলেন, দুর্ঘটনার পর চারটি ট্রেনের চলাচল বন্ধ ছিল। এতে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh