দুইদিন পর সূর্যের দেখা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১২:১৫ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২০, ১২:২৬ পিএম

দুইদিন মেঘ-হালকা বৃষ্টির পর আজ রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে ঢাকায় সূর্যের দেখা মিলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অবস্থায় আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া হালকা শুষ্ক থাকতে পারে।

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh