চঞ্চল ও সিয়ামের ‘পাপ-পুণ্য’র হিসাব যাচ্ছে সেন্সরে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২০, ০৮:৪৯ পিএম

‘মনপুরা’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন গিয়াসউদ্দিন সেলিম। এরপর নির্মাণ করেন ‘স্বপ্নজাল’ চলচ্চিত্র। নির্মাতার তৃতীয় ছবি ‘পাপ-পুণ্য’।

চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়। তবে শিগগিরই সেন্সর বোর্ডে যাচ্ছে ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রটি। 

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, দু-একদিনের মধ্যে ছবিটি সেন্সরে পাঠানোর কথা রয়েছে। 

তবে ছবিটি কবে মুক্তি পেতে পারে এমন প্রশ্নে নির্মাতা জানান, করোনা পরিস্থিতির ওপর ছবি মুক্তির বিষয়টি নির্ভর করছে। জানা যায়, সেন্সর ছাড়পত্র পেলে ছবির লুক, টিজার ও ট্রেলার উন্মুক্ত হবে। 

‘পাপ-পুণ্য’ ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নবাগতা শাহনাজ সুমি। এছাড়া আরো অনেকে রয়েছেন এতে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। -টকিজ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh