এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি ও শিক্ষকদের বাড়িভাড়া প্রসঙ্গে

মো. ইয়াছিন মজুমদার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৩:৩২ পিএম

বেসরকারি শিক্ষকদের স্বেচ্ছায় বদলি নীতিমালা প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য হলে আগে বদলি বিজ্ঞপ্তি দিতে হবে। সম পদে কেউ বদলি হতে চাইলে তার বদলির ব্যবস্থা থাকা উচিত। এক্ষেত্রে আবেদনকারী একাধিক হলে তাঁদের জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির সুযোগ দেওয়া যেতে পারে।

সরকারিভাবে বদলি করতে হলে আগে পূর্ণাঙ্গ বাড়িভাড়া দিতে হবে। পূর্ণাঙ্গ বাড়িভাড়া ছাড়া বদলি করলে তিনি গিয়ে কোথায় থাকবেন? বাসা ভাড়া করে থাকতে হলে বেতনের সম্পূর্ণটা চলে যাবে। পূর্ণাঙ্গ বাড়িভাড়া দিয়ে বদলির ব্যবস্থা করলে শিক্ষার মান বাড়বে।

এমন অনেক শিক্ষক আছেন, যারা স্থানীয় ও প্রভাবশালী এবং রাজনৈতিক নেতা-কর্মী, দীর্ঘদিন একই স্থানে থাকায় বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েন; ফলে তারা ঠিকভাবে দায়িত্ব পালন করেন না।

আবার অনেকে আছেন কর্তৃপক্ষের অন্যায় রোষানলে পড়ে মানসিক চাপে থাকেন। বদলি ব্যবস্থায় অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে—ফলে শিক্ষার মান বাড়বে।

মো. ইয়াছিন মজুমদার
শিক্ষক,
শ্রীরামপুর, মন্তলী বাজার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh