বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট উলফেনসন আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১২:১০ পিএম

জেমস উলফেনসন

জেমস উলফেনসন

বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন আর নেই। গতকাল বুধবার (২৫ নভেম্বর) ৮৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের নিজ বাড়িতে তিনি মারা যান।

বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট ডেভিড মালপাস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, উলফেনসন দারিদ্র্য দূর করতে ও দুর্নীতি রোধে তার প্রচেষ্টা দ্বিগুণ করেছেন। এছাড়া তিনি গরীবদের পক্ষে কথা বলেছেন ও উন্নয়ন বিনিয়োগের প্রভাবকে বিস্তৃত করেছেন।

তিনি আরো বলেন, উলফেনসন বিশ্ব ব্যাংক গ্রুপকে রূপান্তর করেছেন। বিকেন্দ্রীকরণ, ব্যাংক প্রযুক্তির অগ্রসর ও সংস্থাটিকে আরো খোলা ও স্বচ্ছ করেছেন।

উলফেনসন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার ল ফার্মে আইনজীবী হিসেবে কাজ করেন। ১৯৫৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

পরে উলফেনসন ১৯৮০ সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন।- এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh